পর্যটন মেলায় বিমানের স্টলে উপচেপড়া ভিড়
পর্যটন মেলার শেষদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টলে ছিল উপচেপড়া ভিড়। ২০ শতাংশ ছাড়ে টিকিট কিনতে স্টলের সামনে দর্শক-ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানকর্মীরা জানিয়েছেন ছাড়ের টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কলকাতা, কুয়ালালামপুর ও ব্যাংকক রুটে। অন্যান্য রুটেও বিক্রির পরিমাণ খারাপ ছিল না।
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটেও ছিল এই অফার।
মেলায় ইস্যু করা টিকিট কেনার দিন থেকে ১৮০ দিনের মধ্যে ভ্রমণ করার শর্ত প্রযোজ্য ছিল। ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চাইলে ১৮০ দিনের মধ্যে ভ্রমণের তারিখ পরির্তন করতে পারবেন। তবে ১৫ মার্কিন ডলার দরে বাড়তি ফি দিতে হবে।
বিক্রয়কর্মীরা জানায়, বিমান ট্যাক্সসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকিট দিচ্ছে ১৮ হাজার ৪শ টাকায়, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৫ হাজার ৬৪৭ টাকায়, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৩ হাজার ৮২০ টাকায়, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯ হাজার ৯৫০ টাকায়, ঢাকা-কলকাতা-ঢাকা ১০ হাজার ৬৭৪ টাকায় এবং ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা ১৪ হাজার ৮৮৫ টাকায়।
এছাড়া অভ্যন্তরীণ রুটে পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট নিলে রয়েছে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান। ব্যাংকগুলো হচ্ছে এসসিবি, ইউসিবি, এমটিবিএল, সিটি ও ইবিএল।
আরএম/একে/আরআইপি