রাজধানীতে রেললাইনের দুই পাশে উচ্ছেদ অভিযান
রাজধানীর কারওয়ান বাজারে এলাকায় দুই ট্রেনের মাঝে পড়ে চারজন মারা যাওয়ার পর তেজগাঁও থেকে নাখালপাড়া পর্যন্ত রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, আজকের (সোমবার) উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের তিন শতাধিক সদস্য অংশ নিয়েছেন।
আগামীকাল মঙ্গলবার আবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি। তবে কোন এলাকায় অভিযান চালানো হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
বৃহস্পতিবার সকালে রেলপথে মুহূর্তের বিভীষিকায় কারওয়ান বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে মারা যান চারজন এবং গুরুতর আহত হন পাঁচজন। এর পর থেকে রাজধানীতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।