ট্যুরিজম মেলায় ২০ শতাংশ ছাড়ে বিমানের টিকিট
বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এই মেলায় ০৬টি আন্তর্জাতিক রুটে ২০ হারে ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এ পর্যটন মেলার ‘এয়ারলাইন পার্টনার’। এশিয়ান ট্যুরিজম মেলায় আগ্রহীরা বিমানের স্টল থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৮,৪০০ টাকা, ঢাকা- সিঙ্গাপুর-ঢাকা ২৫,৬৪৭ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৩,৮২০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯,৯৫০ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪,৮৮৫ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা ১০,৬৭৪ টাকায় টিকেট কিনতে পারবেন (প্রদেয় সকল করসহ)। মেলা চলাকালীন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে ১০% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকিট ক্রয় করা যাবে। ভিসা/মাস্টার কার্ড এবং রকেট ও বিকাশ এর মাধ্যমে এবং নগদ মূল্যেও টিকেট ক্রয় করা যাবে।
টিকিট কেনার দিন থেকে অবশ্যই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে বিদেশগামীদের ভ্রমণে যেতে হবে। প্রতিদিন প্রবেশ টিকিটে র্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকবে আন্তর্জাতিক রুটের রিটার্ন টিকেট। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিশ্ব পর্যটন উৎসব উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সাংবাদিক সংগঠন এটিজেএফবি-এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকায় ‘রবীন্দ্র সরোবর’ এ পর্যটন মেলায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনায় শহর ব্র্যান্ডিং-এ বিমানের পক্ষ হতে এয়ারপোর্ট গোলচত্ত্বর স্ট্যান্ড ব্যানার দিয়ে সাজানো হয়েছে।
আরএম/একে/আইআই