ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ময়েজউদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ময়েজউদ্দিন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

১৯৮৪ সালের এই দিনে এরশাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গাজীপুরের কালীগঞ্জে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই মিছিলেই হামলায় নিহত হন তিনি।

শহীদ ময়েজউদ্দিন আহমেদ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবাব।

আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনার জন্য গঠিত ‘মুজিব তহবিলের’ এই আহ্বায়ক বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৭০ এবং ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-কালীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এনএফ/এমএস

আরও পড়ুন