ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফেঁসে যাচ্ছেন উল্টো পথে যাওয়া সচিবের গাড়িচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

পরপর দু’দিন উল্টো পথে (রং সাইড) চলতে গিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানার গাড়ি ধরার পর ওই গাড়িচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সচিব এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও সচিবের দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবের অনুমতি ছাড়াই চালক বাবুল মিয়া গাড়ি উল্টোপথে চালিয়েছেন। গাড়িচালকের বিরুদ্ধে আজ-কালের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বেলা ১টার দিকে দেখা করার জন্য সাংবাদিকরা সচিবালয়ে সমবায় সচিব মাফরুহা সুলতানার দফতরে যান। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি।

গত রোববার রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে যাওয়ার সময় সচিব মাফরুহা সুলতানার গাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। পরদিন (সোমবার) বাংলামোটরে উল্টো পথে গিয়ে ধরা পড়েন মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মিয়া। চালক বাবুল মিয়ার বিরুদ্ধে মামলার পাশাপাশি গাড়িকে জরিমানা করে পুলিশ।

পরপর দু’দিন উল্টো পথে গাড়ি চালানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সমবায় সচিব মাফরুহা সুলতানা।

আরএমএম/এনএফ/জেআইএম

আরও পড়ুন