শাহজালালে মোবাইলের ভেতর ৪ কেজি সোনা, আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোবাইলের ভেতর থেকে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধার সোনার বাজারমূল্য দুই কোটি টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যাত্রীরা হলেন, আলী মোহাম্মদ, ইউসুফ ও রানা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার রিয়াদুল ইসলাম। তিনি জানান, শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে স্বর্ণ চোরাচালানে অপরাধীরা একের পর এক কৌশল অবলম্বন করছে। আটক তিন যাত্রী টাইগার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে।
অবতরণের পর তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা মোবাইলের ভেতরের শেপে রাখা সোনাগুলো উদ্ধার করা হয়।
আটক যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান রিয়াদুল ইসলাম।
জেইউ/একে
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি