ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাল সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণবর্ষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সৈয়দ শামসুল হকের প্রয়াণের প্রথম বর্ষপূর্তি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। এ উপলক্ষে কাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রথম প্রয়াণবর্ষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে চারুলিপি প্রকাশনা থেকে প্রকাশিত ‘ফুলের গন্ধের মতো থেকে যাব সৈয়দ শামসুল হক স্মারকগ্রন্থ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘তুমি আসবে বলে’ সৈয়দ শামসুল হকের গানের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। উদ্বোধনী রবীন্দ্রসংগীত, স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনা ও স্মৃতিচারণ করবেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আতাউর রহমান, শাহরিয়ার কবির, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ইমদাদুল হক মিলন, আনোয়ারা সৈয়দ হক এবং হুমায়ুন কবীর। আলোচনা ও স্মৃতিচারণ শেষে পরিবেশিত হবে সৈয়দ হকের গান।

এফএইচএস/এমআরএম/আইআই

আরও পড়ুন