ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশিরা উমরা হজ পালন করতে না পারায় সংসদে ক্ষোভ

প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৫ জুন ২০১৫

প্রতি বছর রমজানে বাংলাদেশ থেকে উল্লেখ্যযোগ্য সংখ্যক মুসলমানরা পবিত্র উমরা হজ পালন করে থাকেন। কিন্তু এ বছর বিশ্বের সকল দেশের মুসলমানরা উমরা হজ পালন করতে  পারলেও এ সুযোগ থেকে বঞ্চিত বাংলাদেশ। এ জন্য ধর্ম মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ও এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। তাই ৩শ` বিধিতে এই দুই মন্ত্রণালয়ের কাছে জবাব দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

সোমবার জাতীয় সংসদের বৈঠকে অর্নিধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।রুস্তম আলী ফরাজী বলেন, বাংলাদেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান। প্রতি বছর রমজান মাসে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান উমরা হজ পালন করে থাকে। কিন্তু এবার বিশ্বের সকল দেশের মুসলমানরা উমরা হজ পালন করতে পারলেও বাংলাদেশের মুসলমানরা কেন উমরা হজ পালন করতে পারছে না?

উমরা হজ পালন করতে গিয়ে অনেকে ফিরে আসেনি। এ জন্য উমরা ভিসা বন্ধ রয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে ধর্ম মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। ধর্মমন্ত্রণালয়কে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর সাথে জড়িত। এ দু‘টি মন্ত্রণালয়কে সংসদে ৩শ` বিধিতে বিবৃতি দাবি করেন তিনি।

এইচএস/আরএস/আরআই