ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রীদের ৫০ শতাংশ দেশে ফিরেছেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি আরব যান। গত ৩১ আগস্ট পবিত্র হজ পালিত হয়। এরপর ৬ সেপ্টেম্বর হজের ফিরতি ফ্লাইট চালু হয়। মোট হজযাত্রীর মধ্যে হজের আগে ও পরে ১৩৬ জন মারা গেছেন। তাদের বাদে মোট ১ লাখ ২৭ হাজার ৯৩ জনের দেশে ফেরার কথা।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত তিন সপ্তাহে (৬ থেকে ২২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৬৩ হাজার ২২০ জন হাজি অর্থাৎ শতকরা প্রায় ৫০ ভাগ হজযাত্রী দেশে ফিরে এসেছেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

মোট ১৮৩টি (বিমানের ৮৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ৯৭টি) ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এমইউ/এনএফ/এমএস

আরও পড়ুন