ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতে অনুপ্রবেশের দায়ে ছয় বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৪ জুন ২০১৫

ভারতের মালদহে যাওয়ার পথে ছয় জন বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের অভিযোগ চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ওই ছয় যুবক। রোববার সকালে বালুরঘাট পুর বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃদদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

 

গ্রেফতার ছয়জনের নাম- হারুন, মীর হুসেন, আনোয়ার, মুনির, বেলাল হোসেন ও নুর হোসেন বলে জানা গেছে। তাদের বাড়ি বাংলাদেশের আনন্দপুর, সিলাপচর, মুন্সী, খিদিরপুর সহ বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন ট্রেনে মালদহ হয়ে দিল্লি যাবে বলে বালুরঘাট বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। সোমবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মালদহ সফরের ঠিক আগের দিন এক সঙ্গে ছয়জন বাংলাদেশি যুবককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এসএইচএস