ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাউবো ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য ‘ডিএনডি এলাকার, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। জানানো হয়, ১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০২০ মেয়াদে প্রকল্পের ডিপিপি ৯ আগস্ট ২০১৬ তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প এলাকার জনগণের স্বাভাবিক জীবনমান নিশ্চিতকরণসহ আর্থসামাজিক ও পরিবেশগত মানোন্নয়ন এবং প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ডিএনডি এলাকার প্রায় ২০ লাখ মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে। প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগ সম্পৃক্ত থাকবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমআরএম/আইআই

আরও পড়ুন