ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রমজান ও ঈদকে ঘিরে মানি এসকর্ট সেবা দিবে ডিএমপি

প্রকাশিত: ১১:৪২ এএম, ১৪ জুন ২০১৫

রমজান ও ঈদ-উল-ফিতরে রাজধানীতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নগদ টাকা পরিবহনে (মানি এসকর্ট) নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন বা পরিবহন বা ব্যাংকে জমা দিতে অথবা মহানগরীর ভেতরে বা পার্শ্ববর্তী জেলাসমূহে নগদ অর্থ পরিবহন করতে চাইলে ডিএমপি’র পক্ষ থেকে ‘মানি এসকর্ট’ সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি সরবরাহ করতে হবে।

মানি এসকর্ট সেবা নিতে যোগাযোগের জন্য কিছু নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- পুলিশ কন্ট্রোল রুম, আব্দুল গণি রোড, ঢাকা : টেলিফোন নং-৯৫৫৯৯৩৩ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন)-০১৭১৩-৩৯৮৩১৩।

এছাড়াও সংশ্লিষ্ট এলাকার অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেবা পাওয়া যেতে পারে।

নম্বরগুলো হলো-
ডিসি মতিঝিল- ০১৭১৩-৩৭৩১৪৭, ডিসি তেজগাঁও- ০১৭১৩-৩৭৩১৭৫, ডিসি মিরপুর- ০১৭১৩-৩৭৩১৮৪, ডিসি গুলশান- ০১৭১৩-৩৭৩১৬৬, ডিসি উত্তরা- ০১৭১৩-৩৭৩১৫৬, ডিসি রমনা- ০১৭১৩-৩৭৩১২০, ডিসি লালবাগ- ০১৭১৩-৩৭৩১২৯, ডিসি ওয়ারী- ০১৭১৩-৩৭৩১৩৮।

এআর/এসএ/একে/আরআই/এসআরজে