খোঁজ নেই সেই এএসআইয়ের!
তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবলকে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়ের করার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। নির্যাতিতার বোন বাদি হয়ে শনিবার রাতে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়েরের পর থেকে সে পালাতক রয়েছেন।
খিলগাঁও থানার ওসি জিয়া মোস্তাফিজ ভুঁইয়া জানান, মামলা হওয়ার পর থেকে এএসআই কলিমুর পলাতক আছেন। তাকে ধরার জন্য জোর তৎপরতা চলছে। কলিমুর রহমান ছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন ওই নারী কনস্টেবল। ঘটনার পর তার বড় বোন খিলগাঁও থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকে পুলিশ
- ২ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
- ৩ সংঘর্ষে শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ
- ৪ বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া, ফায়ারিং এলাকা পরিহারের অনুরোধ
- ৫ চেষ্টা করেছে পুলিশ, তবে পর্যাপ্ত বুলেটপ্রুফ হেলমেট-জ্যাকেট নেই