ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এমপি’র ছেলেকে ছাড় দেওয়ার অভিযোগ ভিত্তিহীন

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৪ জুন ২০১৫

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত বখতিয়ার আলম রনি এমপির ছেলে বলে ছাড় দেওয়া হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে। তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এ দাবি করেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘এটি একটি ক্লুলেস ঘটনা ছিল। পুলিশ অনেক পরিশ্রম করে তদন্ত করে তাকে গ্রেফতার করেছে। সুতরাং এমপির ছেলে বলে ছাড় দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেটি ভিত্তিহীন।’

মনিরুল ইসলাম আরো বলেন, প্রতিটি হত্যাকারীকে যেভাবে দেখা হয় তাকেও সেভাবে দেখা হচ্ছে। তাই এখানে কারো সামাজিক পরিচয় দেখার সুযোগ নেই। আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নেওয়া হচ্ছে।

হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া লাইসেন্স করা পিস্তলটি পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে। সেটি পরীক্ষা করে দেখা হবে নিহতদের গায়ে যে গুলি লেগেছিল তা এই পিস্তলের কিনা।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে রনি গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান তারা।

নিহত হাকিমের মা মনোয়ারা বেগমের মামলা অনুযায়ী ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করা হয়। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে।

এআর/এআরএস/এমএস