মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় শুল্ক গোয়েন্দা
ধনকুবের মুসা বিন শমসের যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মঙ্গলবার দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ে অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারি বরাবর এ চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।
তিনি বলেন, প্রিন্স মুসার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও ট্যাক্স মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরিয়ার মাহফুজ লিখিতভাবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বরাবর মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছেন।
জেইউ/জেডএ/এমএস