ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিয়ানমারে গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছে হকার সংগ্রাম পরিষদ নামক একটি সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মাববন্ধনে বক্তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির বসবাসে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মিয়ানমার সরকার আন্তর্জাতিক আইন উপেক্ষা করে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠিকে নির্মূল করার যে গণহত্যা অভিযান পরিচালনা করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।

হকারদের দাবির কথা উল্লেখ করে বক্তারা বলেন, হকার পুনর্বাসনের জাতীয় নীতিমালা প্রণয়ন করে অবিলম্বে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন করতে হবে। এ ছাড়া চালের দাম বৃদ্ধিরও নিন্দা জানানো হয় মানববন্ধনে।

শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠেনের সদস্য সচিব সেকেন্দার হায়াত, কেন্দ্রীয় নেতা আরিফ চৌধুরী, আবুল কালাম জুয়েল, আলমগীর তালুকদার, জসীম উদ্দিন ও আবুল খায়ের প্রমুখ।

এএস/এআরএস/জেআইএম

আরও পড়ুন