লন্ডনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা আজ
ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রোববার লন্ডনের টিকাডেলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পার্ক লেন হোটেলে স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এছাড়া বৃটিশ পার্লামেন্টে সদস্য হিসেবে নবনির্বাচিত তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশানারা আলী ও ড. রূপা হক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ করে ভারতের সঙ্গে বহুকাঙ্খিত স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এ সংবর্ধনা দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে গত শুক্রবার লন্ডনে পৌঁছেছেন। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চোখের চিকিৎসা শেষে হিল্টন হোটেলে ফিরে যান তিনি।
এদিকে মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সন্তানসহ কানাডা থেকে লন্ডনে এসেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও বর্তমানে লন্ডনে রয়েছেন।
আরএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে: প্রধান উপদেষ্টা
- ২ হাজারীবাগে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১৫
- ৩ ঢাকায় ঘনকুয়াশা থাকলে চট্টগ্রাম-সিলেটে ফ্লাইট অবতরণ
- ৪ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহ্ছানিয়া মিশনের মোমবাতি প্রজ্বলন
- ৫ মেট্রোরেলের গাবতলী-দাশেরকান্দি রুটে খরচ কমছে ৭ হাজার কোটি টাকা