ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৭৭৪ হাজি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ফিরেছেন ৪৪ হাজার ৭৭৪ জন বাংলাদেশি হাজি। মোট ১২০টি হজ ফ্লাইটে তারা দেশে এসেছেন।

গত ৬ সেপ্টেম্বর থেকে হাজিদের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৬২টি ফিরতি হজ ফ্লাইট এসব হাজিদের বহন করেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২০ জন বাংলাদেশি মারা গেছেন। যাদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ২৫ জন নারী। মক্কায় মারা গেছেন ৯২ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন।

সর্বশেষ গত শনিবার চট্টগ্রাম জেলার মাহফুজা বেগম (৭৬) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএম ০৮৩১৬৭৯।

এমইউ/আরএস/এমএস

আরও পড়ুন