অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
যে সব হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদারের লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, কিছু হজ এজেন্সি অধিক মুনাফার লোভে বিলম্বে বাড়ি ভাড়া করে। সে কারণে হজ এজেন্সিরসমূহ ফ্লাইট শিডিউলের শেষ দিকে যাত্রী পাঠানোর চেষ্টা করে।
তিনি জানান, এছাড়া অর্থ পরিশোধের পরও কিছু এজেন্সি টিকিট দিতে না পারায় অনেকেই হজে যেতে পারেননি বলে অভিযোগ এসেছে। ইতোমধ্যে ১৮টি এজেন্সির বিপরীতে ৯৮ জনের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এরই মধ্যে হজ অফিস, আশকোনা, ঢাকা হজ এজেন্সিসমূহের প্রতারণার বিষয়ে বিমানবন্দর থানায় একটি জিডি করা হয়েছে (যার নম্বর ১২০৭)।
মতিউর রহমান জানান, এবার থেকে হজে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সে লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি আগামীতে এ ধরনের সমস্যা হবে না।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৭ সালে অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ১ হাজার ১৬২টি এবং অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬৩৫।
এইচএস/এএইচ/আইআই