রোহিঙ্গা ইস্যুতে খালেদা নিখোঁজ : তোফায়েল
রোহিঙ্গা ইস্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিখোঁজ রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
দেরিতে হলেও প্রধানমন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়েছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই রোহিঙ্গাদের খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু খালেদা জিয়া তো উধাও। মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন চার লাখ রোহিঙ্গা। তাদের দেখতে দেশে আসেন তুরস্কের ফার্স্ট লেডি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে দেশে এত বড় দুর্যোগে খালেদা জিয়া তো নিখোঁজ রয়েছেন। যার নেত্রীর খবর নেই তারা কেন এত বড় বড় কথা বলেন।
এমইউএইচ/এসআই/এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা