গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য বরখাস্ত
ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে এবং গোয়েন্দা পুলিশের জ্যাকেট না পরে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের দাপ্তরিক আদেশ দেন।
বরখাস্ত হওয়া গোয়েন্দা পুলিশের সদস্যরা হলেন- এসআই আমিরুল ইসলাম, এএসআই জহির উদ্দিন, কনস্টেবল শাহ আলম, সোহেল ওমর এবং গোলাম সামদানি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে গোয়েন্দা পুলিশের ওই পাঁচ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে নগরীর একটি অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তারা গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট পরেননি। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানার পর বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের নির্দেশে সাদা পোশাকে অভিযান পরিচালনকারী পাঁচ পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এসআরজে
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা