ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হব : আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় আপিল রিভিউতে সরকার কামিয়াব হবে বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হব।’

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ফখরুল ইমাম বলেছিলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ডিসফাংশনাল পার্লামেন্ট। হাইকোর্টে যেদিন রায় হয়েছিল সেদিন আপনি বলেছিলেন, ‘কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব। শেষের অবস্থান কী আমি জানতে চাই?

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মামলার এক পক্ষ হিসেবে আমরা নিশ্চয়ই জিতব। রায় দেয়ার মালিক হচ্ছেন আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল জাতীয় সংসদ। তবে হাইকোর্টের রায়ে তা বাতিল হয়ে যায়। পরে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলে সমালোচনা শুরু হয়। সরকারি দলের দাবি, এ রায়ের পর্যবেক্ষণে এমন কিছু বিষয় আনা হয়েছে, যা অপ্রাসঙ্গিক।

এইচএস/জেডএ/আইআই

আরও পড়ুন