ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ লাখের বেশি রোহিঙ্গা এসেছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার থেকে এ পর্যন্ত বাংলাদেশে ৭ লাখেরও বেশি মানুষ (রোহিঙ্গা) বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টটি হুবুহু তুলে দেয়া হলো।

‘মায়ানমার থেকে আসা মানুষের সংখ্যা ৭০০,০০০ ছাড়িয়েছে। যার মধ্যে গত ১৫ দিনে এসেছে প্রায় ৩০০,০০০। শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আর তাদের মায়ানমারে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু মায়ানমারের কারণে অগ্রগতি হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হয়েছে।’

rohingya

এর আগে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়।

এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ মানুষ হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজার হাজার রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের তথ্যমতে, রোহিঙ্গা প্রবেশের সংখ্যা প্রায় তিন লাখ উল্লেখ করা হয়েছে।

এআর/জেএইচ/আইআই

আরও পড়ুন