ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মনপুরায় ট্রলারডুবি : ৮ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৪ এএম, ১১ জুন ২০১৫

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী, ৪ জন শিশু ও একজন পুরুষ রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।

নদীতে প্রবল ঝড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টা পর্যন্ত চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর উদ্ধারকৃতদের মধ্যে ছয় জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সামসুদ্দিনের স্ত্রী জেসমিন বেগম ( ২৫) ও মেয়ে রূপা বেগম, হাবিবুল্লাহর স্ত্রী বিবি আয়শা বেগম (৬৫), তানজিরা আক্তার ( ৩) তাহামিনা (৩) এবং রনি (২)। এছাড়া উদ্ধারকৃত ২০ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, লে. তোফাজ্জাল হোসেনের নেতৃত্বে একটি টিম উদ্ধার অভিযান শুরু করেছে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।


অমিতাভ অপু/এআরএস/এআরএ/আরআইপি/আরআই