শুক্রবার থেকে ঢাকায় যাকাত মেলা
মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত- প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার থেকে তৃতীয়বারের মতো দু’দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় রাজধানীর গুলশানস্থ শ্যুটিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ যাকাত মেলায় চারটি সেমিনার ও যাকাত কনসালটেশন ডেস্ক ছাড়াও যাকাত গ্রহীতাদের তৈরি পণ্যসম্ভার, নারীদের পোশাক, উপহার সামগ্রী, বই ইত্যাদির স্টল থাকবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এক্সিম ব্যাংকের এসভিপি একিউএম ছফিউলল্লাহ, মুসলিম এইডের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. ইকবাল আহমেদ এবং ইসলামিক রিলিফের শফিউল আযম। যাকাত ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা