বিএসএমএমইউ’র ‘কেবিন ৬১২’ নিয়ে জল্পনা কল্পনা!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিআইপি ডিলাক্স কেবিন ৬১২ নম্বরে কোন রোগী আছেন? গত দুই তিন দিন যাবত বিএসএমএমইউ’র কেবিন ব্লকে ভর্তি রোগী ও স্বজনদের মুখে মুখে এমন প্রশ্ন। ওই কেবিনের রোগী দেখতে প্রতিদিন এক বা একাধিক মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা আসছেন।
বিএসএমএমইউ’র ৬১২ নম্বর কেবিনে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত ৩ সেপ্টেম্বর তিনি ডেঙ্গুজ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে মেডিসিন অনুষদের ডিন ডা. এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হয়েছেন। গত তিনদিনে দেশের একাধিক মন্ত্রী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পদচারণায় কেবিনটি সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
সর্বশেষ গতকাল বুধবার বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে বিএসএমএমইউতে যান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সভাপতিমণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি কাদের সিদ্দিকীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং একইদিন বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাকে দেখতে যান। তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে বিএসএমএমইউতে যান।
এছাড়া জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদও সম্প্রতি চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে বিএসএমএমইউতে গিয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউ’র একাধিক চিকিৎসক জাগো নিউজকে বলেন, হঠাৎ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী কি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে দেখতে আসছেন।
এদিকে, বিএসএমএমইউতে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজনৈতিক নেতাদের এভাবে দেখতে যাওয়ায় নতুন গুঞ্জন উঠেছে। অনেকে বলছেন, দেখতে আসার অন্তরালে রাজনৈতিক কোনো নতুন মেরুকরণ হচ্ছে কি না?
কাদের সিদ্দিকীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিএসএমএমইউ’র মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে বলেন, কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি ডেঙ্গু (মাইল্ড) জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও বলেন, কাদের সিদ্দিকী এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। আগামী দু-একদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে।
এমইউ/আরএস/আরআইপি