২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ
কোরবানির বর্জ্য অপসারণে বেঁধে দেয়া টাইমলাইন অনুযায়ী কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের সামনে থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
কোরবানির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে মেয়র বলেন, আমরা কাজ শুরু করলাম। ২৪ ঘণ্টার মধ্যেই উভয় সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করবে। এ জন্য ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।
পশু জবাই করার নির্ধারিত স্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজধানীতে যতসংখ্যক পশু কোরবানি হয়, সে তুলনায় এ স্থান অপ্রতুল। পাশাপাশি নগরবাসীও বাড়ির নিচে কোরবানি করতে পছন্দ করেন। তবে আমরা আশা রাখি আগামীতে নির্ধারিত স্থানে আসার হার বাড়বে।
কার্যক্রম উদ্বোধনের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্নদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর শফিকুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এএস/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ