ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেডিকেল কলেজ স্থাপনে বাংলাদেশের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৮ জুন ২০১৫

মেডিকেল কলেজ স্থাপনে সেঞ্চুরি করেছে বাংলাদেশ। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ১০০টি। এর মধ্যে ২৯টি সরকারি, ৬৫টি বেসরকারি ও সেনাবাহিনীর অধীনে ৬টি আধা-সরকারি মেডিকেল কলেজ রয়েছে।

সংখ্যার দিক থেকে সেঞ্চুরি পূরণ হলেও সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধিকাংশেরই শিক্ষার মান নিয়ে চিকিৎসা-শিক্ষা বিশেষজ্ঞরা বিরুপ ধারণা পোষণ করছেন।

প্রচলিত মেডিকেল কলেজ স্থাপন নীতিমালা অনুসারে ৫০ শয্যার মেডিকেল কলেজ স্থাপন করতে হলে কমপক্ষে দুই বছর আগে থেকে ২৫০ শয্যার হাসপাতাল চালু থাকতে হবে। হাসপাতালে মোট শয্যা সংখ্যার শতকরা ৭৫ ভাগ বেডে রোগী থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতিসহ অন্যান্য সুবিধা নিশ্চিত হতে হবে। অভিযোগ রয়েছে, অধিকাংশ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ নীতিমালা অনুসরণ করা হচ্ছে না।

স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সাবেক সভাপতি প্রফেসর ডা. রশীদ-ই-মাহবুবের কাছে ১০০টি মেডিকেল কলেজ স্থাপন সম্পর্কে জানতে চাইলে বলেন, দেশে অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। অধিকাংশ মেডিকেল কলেজ স্থাপনের আগে এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ ও কতো সংখ্যক দক্ষ জনবল প্রয়োজন হবে তা আগাম চিন্তা না করে খেয়ালখুশি মাফিক খোলা হয়েছে। এভাবে মেডিকেল কলেজ না খুলে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে খোলা হলে চিকিৎসা শিক্ষার মান অনেক উন্নত হতো।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো কোথায় কীভাবে স্থাপিত হচ্ছে তা নিয়ে জনমনেও রয়েছে কৌতূহল। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদফতর ও সিনিয়র চিকিৎসা-শিক্ষা বিশেষজ্ঞরা জাগো নিউজকে বলেন, সরকারিভাবে প্রায় সবক’টি মেডিকেল কলেজ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রভাবশালী মন্ত্রী, সচিব, রাজনৈতিক ও চিকিৎসক নেতাদের ইচ্ছেতে স্থাপিত হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ সরকারসহ বিভিন্ন সরকারের আমলে গোপালগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী, মানিকগঞ্জ, টাঙ্গাইলে প্রয়াত ও বর্তমান নেতাদের নামে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে।

অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনে বিভিন্ন সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের মোটা অংকের টাকা উৎকোচ প্রদানের মাধ্যমে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে কমপক্ষে ১০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন হয়। তবে চলতি বছর সরকার ১৫ লাখ টাকার সিলিং বেঁধে দিয়েছে।

যেভাবে বৃদ্ধি পেল সরকারি, বেসরকারি ও আধা-সরকারি মেডিকেল কলেজের সংখ্যা :



এমইউ/এএ/বিএ/একে