ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪১ এএম, ৩০ আগস্ট ২০১৭

রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এটা আমাদের জন্য বিশাল সমস্যা। এছাড়া রোহিঙ্গা সমস্যাকে একটি সিরিয়াস ইস্যু হিসেবে উল্লেখ করেন এলিস ওয়েলস।

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল ডায়ালগ হচ্ছে কিনা জানতে চান তিনি।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই রাতের পর থেকে এ পর্যন্ত শতাধিক নিহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

আরও সহিংসতার আশঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলির ঘটনাও ঘটেছে।

এইউএ/এএইচ/এমএস

আরও পড়ুন