বৃষ্টি হলেও ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবে না
বৃষ্টি হলেও এবার মহাসড়কে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়বেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের ভোগান্তি হবে না।
বুধবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।
বাস মালিকরা এবার ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
বিস্তারিত আসছে...
এমএইচএম/এআরএস/আইআই