রাজধানীতে আনসারুল্লাহ ও হুজি’র ৯ জঙ্গি আটক
রাজধানীর সুত্রাপুর ও বনশ্রীতে অভিযান চালিয়ে নব্য সংগঠিত জঙ্গি সংগঠন বাংলাদেশ জিহাদী গ্রুপ এর ৯ জঙ্গিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলাটিমের প্রাক্তন সদস্য। রোববার তাদের আটক করা হয়।
আসামিরা হচ্ছে কাজী ইফতেখারুল খালেদ, ফাহাদ বিন নুরুল্লাহ কাসেমী, মোঃ রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী, নুরুল ইসলাম, মাওলানা নুরুল্লাহ কাসেমী, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ ইয়াসিন আরাফাত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় বলেন, নতুন জঙ্গি সংগঠনের অর্থ সংগ্রহের জন্য তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আসামীদের কাছ থেকে বিভিন্ন ধরণের বিস্ফোরক ৫ কেজি, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির গবেষণাগার, ৮টি বোমা, ৬টি চকলেট বোমা, ৪টি চাপাতি, উগ্র মতবাদ সম্বলিত পুস্তক এবং বাংলাদেশ জিহাদী গ্রুপের একটি প্রস্তাবিত পতাকা উদ্ধার করা হয়েছে।
কৃষ্ণ পদ রায় আরো জানান, নতুন সংগঠনটির জন্য ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল তারা। তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাকী আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
আসামীদের বিরুদ্ধে খিলগাঁও এবং সুত্রাপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাস আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (এসি) মোঃ আহসান হাবীব ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট ও পুলিশের বিশেষ শাখার একটি টিম অভিযানটি পরিচালনা করেন।
এআর/এআরএস/এমএস