ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একশ দশ হইলে বেচমু

মুরাদ হুসাইন | প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৭ আগস্ট ২০১৭

‘একশ দশ হইলে গরু বেচমু। এর কমে ছাড়মু না। নিজের হাতে পাইলা বড় করছি। একেবারে দেশি তাজা গরু, এই দামে কিনলে কেউ ঠোকব না।’

রোববার রাজধানীর গাবতলী গরুর হাটে মানিকগঞ্জ থেকে আসা বিক্রেতা জাহাঙ্গীর আলম নিজের গরু নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন। গতকাল শনিবার সকালে দুটি গরু নিয়ে এসেছেন জাহাঙ্গীর আলম। গরু দুটি তিনি আড়াই লাখ টাকা দাম হাঁকাচ্ছেন।

পেশায় তিনি একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি ১০-১২টি গরু লালন-পালন করেছেন। এবার কোরবানির ঈদে দুটি ষাঁড় বড় করেছেন। বর্তমানে সেগুলো অনেক স্বাস্থ্যবান হয়েছে। লাল-কালো রঙের গরুগুলো গত দুই বছর তিনি লালন-পালন করেছেন।

jagonews24

জাহাঙ্গীর আলম বলেন, ‘নিজের ঘরের গরু। অনেক যত্নে বড় করছি। এইবার ঈদে বেচার লাইগা দুই বছর ধইরা পাইলা বড় করছি। দেশি বলদ (ষাঁড়), দেখতে তরতাজা হইছে। একটা একশ বিশ (এক লাখ ২০ হাজার) আরেকটা একশ দশ (এক লাখ ১০ হাজার) হইলে বেইচা দিমু।’

তিনি আরও বলেন, ‘দুইটা মিলা দাম চাই আড়াই লাখ টেকা। তয় দুইশ ত্রিশ (দুই লাখ ২০ হাজার) হইলে ছাইড়া দিমু। নাইলে আমার হইব না।’

জাহাঙ্গীর আলমসহ চারজন মিলে গাবতলী হাটে এসেছেন। গরু দুটিকে তারা নানাভাবে যত্ন নিচ্ছেন। হাটে আসা অনেক সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়ে গরুগুলো দেখছিল। কেউ আবার দরদাম করছিলেন। আবার কেউ গরুগুলোর সম্পর্কে জানতে বিক্রেতার কাছে নানা প্রশ্ন করছিলেন।

গরু বিক্রেতা বলেন, ‘নিজ হাতে বড় করছি। গরু বেইচা যা পামু তাই লাভ। তয় ভালো দাম পাইলে বেচমু।’

এমএইচএম/বিএ/আরআইপি

আরও পড়ুন