ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অসুস্থ পশু হাটে আনলেই ব্যবস্থা : খোকন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০১৭

অসুস্থ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পশু হাটে আনলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের অসুস্থ পশু না আনার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, এরপরও যদি হাটে অসুস্থ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পশু তোলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য মেডিকেল টিম ও আমাদের কর্মকর্তারা হাটগুলোতেই কঠোর নজরদারি করবে।

কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চেয়ে খোকন বলেন, এবার দুই লাখেরও বেশি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এসবের বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি নিয়েছি। তবে সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

আইডিবির সভাপতি এ. কে. এম. এ. হামিদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/আইআই

আরও পড়ুন