ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রেললাইনে সমস্যা, কমলাপুর থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৭ আগস্ট ২০১৭

ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন ও তেজগাঁও স্টেশনের মাঝামাঝি স্টাফ রোডে রেললাইনে সমস্যা হওয়ার কারণে কমলাপুর স্টেশন থেকে দেরি করে ছেড়ে যাচ্ছে ট্রেন।

রোববার সকাল সাড়ে ৮টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন স্বাভাবিক ছিল। সে সময় পর্যন্ত ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে যায়।

কিন্তু লাইন ডাউন হওয়ার কারণে বেশ দেরি করে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। এছাড়া একতা ও অগ্নিবীণা এক্সপ্রেসও দেরি করে ছাড়বে বলে জানা গেছে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জাগো নিউজকে বলেন, লাইনে সমস্যা হওয়ায় ট্রেন আসতে দেরি হচ্ছে। ফলে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যেতে দেরি হবে।

তিনি জানান, বর্তমানে দুই লাইনের পরিবর্তে এক লাইনে ট্রেন চলাচল করছে। লাইন মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এএস/এসআর/এমএস

আরও পড়ুন