তিস্তা বণ্টনে ন্যায্য সমাধান হবে : মোদি
তিস্তা ও ফেনী নদী নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটি ন্যায্য সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।
মোদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী তিস্তা ও ফেনী নদীর বণ্টনের জন্য ভারত সরকার ও বাংলাদেশের মধ্যে একটি ন্যায্য সমাধান হবে। নদীগুলোকে পুনঃজীবিত ও পরিষ্কার করতে আমরা একসঙ্গে কাজ করবো’।
বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারত সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তবে মোদির এই দু’দিনের সফরে এই নদীগুলোর বণ্টন নিয়ে কোনো সুরাহা হয়নি। তবে বাংলাদেশকে তিস্তা নিয়ে চিন্তিত না হতে মোদি একথা বলেছেন।
এআর/একে/আরআইপি