ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুনসুর আলী রেলের ভারপ্রাপ্ত সচিব

প্রকাশিত: ১০:০৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুনসুর আলী সিকদারকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। বর্তমান রেলপথ সচিব আবুল কালাম আজাদ ১২ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

জানা গেছে, মুনসুর আলী সিকদার ১৯৮২ সালে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে সরকারের উপসচিব পদে পদোন্নতি পান। পরে তিনি শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিসিআইসিতে যোগদানের আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন।