ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ জুন ২০১৫

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। এসময় মূর্তিটি বহন করা ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন(৬০), ও ইউনুস উজ্জামান(৫৫)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কষ্টি পাথরের মূর্তিসহ তাদের আটক করে র‌্যাব-১০ ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি নাজমুল হাসান।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এসময় মূর্তিটি পাচারের চেষ্টার অভিযোগে ওই দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির দাম আনুমানিক এক কোটি টাকা।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেইউ/এলএ