ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজ ক্যাম্পে বাড়তি সময় কাটালেও মনে কষ্ট নেই হজযাত্রীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২০ আগস্ট ২০১৭

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে যাওয়ার আগে হজযাত্রীরা জড়ো হচ্ছেন রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে। অনেকে এখানে দু-তিনদিন কাটাচ্ছেন। কারও ফ্লাইট বাতিল আবার কারও ভিসা জটিলতা, এমন নানা কারণে এ বছর হজ ক্যাস্পে বাড়তি সময় কাটিয়েছেন অনেক হজযাত্রী। শত দুঃখ-কষ্ট হলেও আল্লাহকে পাবার আশায় কেউ মনে কোনো কষ্ট রাখছেন না।

রোববার হজ ক্যাস্পে গিয়ে সাদেকুর রহমান (৫৫) নামে এক যাত্রীর সঙ্গে কথা হয়। শরীর-স্বাস্থ্য ভালো দেখালেও ডায়াবেটিসে আক্রান্ত তিনি। কেমন আছেন বলতেই জানালেন, আলহামদুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা আছে কি না- জানতে চাইলে বললেন, সমস্যা নেই। আল্লাহকে পাইতে হলে ত্যাগ-তিতিক্ষা পোহাতে হয়...তাই করছি।

হাসেম চাকলাদার (৬৫) নামে আরেক হজযাত্রী জানান, মোয়াল্লিমের কথায় এসে চারদিন ধরে হজ ক্যাম্পে অবস্থান করছি। আল্লাহ তাকে মাপ করুন।

এদিকে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, বিমানের শিডিউল হজ ফ্লাইট বিজি-৯০৭৯ রিশিডিউল করে ২৬ আগস্ট করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার এক লাখ ২২ হাজার ৯৯৮ জন। সৌদি আরবে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

আরএম/জেডএ/এআরএস

আরও পড়ুন