ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিবেশবান্ধব উন্নয়নে সাধারণ মানুষের সম্পৃক্ততা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০১ পিএম, ০৪ জুন ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা অপরিহার্য। এ লক্ষ্যে জনমানুষের মধ্যে সচেতনতা বোধ যেমন জাগিয়ে তুলতে হবে, তেমনি এ সংক্রান্ত আইনের পরিপালনও নিশ্চিত করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’র উদ্যোগে এ বছরের পরিবেশ দিবসের নির্ধারিত প্রতিপাদ্য ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ সময়োপযোগী হয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, অগণিত মানুষের অনেক স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই এ পৃথিবীকে লালন করতে হবে অনেক যত্নে। নির্বিচারে প্রকৃতির ভান্ডার নিঃশেষ করে ফেলা যাবে না।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক সম্পদ ও সহনক্ষমতার সীমাবদ্ধতার প্রেক্ষাপটে পৃথিবীতে বসবাসরত সাত শ’ কোটি জনের অন্ন, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণ এবং বহুমাত্রিক উন্নয়ন আকাঙ্ক্ষার রূপায়ন পৃথিবীর অস্তিত্বের জন্য এক কঠিন চ্যালেঞ্জস্বরূপ।

তিনি বলেন, পৃথিবীর প্রতিবেশ ব্যবস্থা এখন সংকটের মুখোমুখি। প্রকৃতির উপর কৃত্রিম উপকরণ ও অনুপযোগী প্রযুক্তির অত্যধিক প্রয়োগ, বিজ্ঞানের অপব্যবহার, অপরিণামদর্শী উন্নয়ন কর্মকাণ্ড এবং যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পৃথিবী ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। এখন সময় এসেছে লাগাম টেনে ধরার।

আবদুল হামিদ বলেন, পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সরকার প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃচক্রায়ণের জন্য অগ্রসর কর্মকৌশল অনুসরণ করছে। সরকারের সকল কর্মপ্রয়াসে সাশ্রয়ের নীতি প্রতিফলিত হচ্ছে। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্ত না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তুলে সে জন্য পৃথিবীর সচেতন জনগোষ্ঠী ও সরকারসমূহ যে যূথবদ্ধ প্রয়াস গ্রহণ করেছে-বাংলাদেশ সে উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে এ পরিবর্তনের অভিঘাত পরিহার, অভিযোজন ও প্রশমনের জন্য বাংলাদেশ পালন করেছে অগ্রণী ভূমিকা।

পরিবেশ ও প্রতিবেশ রক্ষার অসামান্য প্রচেষ্টায় যারা সমবেত তাদের সানন্দ অভিনন্দন জানিয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৫’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

আরএস/আরআই