ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অপরিবর্তিত থাকছে মোবাইল ফোন কোম্পানির কর

প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৪ জুন ২০১৫

মোবাইল ফোন অপারেটরদের কর নতুন অর্থ বছরে স্থিতিশীল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বর্তমানে ৪৫ শতাংশ হারে কর দিচ্ছেন তারা। তবে গত বছরের ন্যায় তাদের কোম্পানি কর (করপোরেট ট্যাক্স) এবারও ৪৫ শতাংশই থাকছে। ২০১৫-১৬ অর্থবছের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ রকম প্রস্তাব দিয়ে বাজেট উপস্থাপন করেছেন।

তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এ হার হয় ৪০ শতাংশ।

৪৫ ও ৪০ শতাংশ এ কর হারকে ‘অতিরিক্ত’ উল্লেখ করে মোবাইল ফোন অপারেটররা কর কমানোর দাবি করেছিলো। পুঁজিবাজারের তালিকাভুক্ত হলে করের হার ৩০ শতাংশ আর অ-তালিকাভুক্ত অপারেটরদের জন্য এটা ৩৫ শতাংশ করার দাবি করেন তারা। এর আগে এনবিআরের সঙ্গে এক বৈঠকে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ৭৬ শতাংশ মুঠোফোন ব্যবহার করে। তাই একই ব্যক্তির একাধিক সিম কার্ড থাকায় এ সংখ্যা প্রকৃত মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যার চেয়ে বেশি। তবে একাধিক সিমের ব্যবহারকারী হিসাব করলেও বাংলাদেশ মুঠোফোন ব্যবহারে এশিয়ার অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছে।

মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) মুঠোফোন অপারেটরদের অবদান প্রতিবছরই বাড়ছে উল্লেখ করে ওই বৈঠকে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) হিসাবেও এ খাত এখন সবচেয়ে বড়।

এমএম/এসএ/এসএইচএস/আরআইপি