ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজযাত্রী প্রতিস্থাপন কোটা আরও পাঁচ শতাংশ বাড়ল, তবে...

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০১৭

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে হজযাত্রী প্রতিস্থাপনের কোটা আরও শতকরা পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। এ বছর প্রথমে চার শতাংশ হজযাত্রী প্রতিস্থাপন কোটা নির্ধারণ করা হয়েছিল। এরপর দুই দফা তিন শতাংশ করে কোটা বাড়ানো হয়।

ঢাকার হজ অফিস পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মধ্যে হজযাত্রী প্রতিস্থাপন সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তবে সৌদি সরকার ভিসার মেয়াদ বৃদ্ধি করলেই ১৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ পাবে এজেন্সিগুলো। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ফলে সৌদি সরকারের ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের ওপর এই অতিরিক্ত কোটার পূর্ণ বাস্তবায়ন নির্ভর করছে।

এমইউ/জেডএ/আইআই

আরও পড়ুন