ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রেনের ফিরতি টিকিট ২৫ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৭ আগস্ট ২০১৭

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ১৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। অন্যদিকে ঈদ ফেরত যাত্রীদের জন্য অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট।

বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদ ফেরত যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

প্রথমদিন ২৫ আগস্ট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বরের টিকিট। এভাবে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। এছাড়া ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৈত্রি এক্সপ্রেস চলাচল করবে না।

অন্যদিকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ২৭ থেকে ৩১ আগস্ট ভ্রমণের টিকিট প্রচলিত নিয়মানুসারে ১০ দিন পূর্বে যথাক্রমে ১৮ থেকে ২২ আগস্ট বিক্রি হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে।

আগামী ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। ক্রমান্বয়ে ১৯, ২০, ২১ ও ২২ আগস্ট যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

এএস/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন