ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিস্ফোরণে ওলিও হোটেলের একাংশে ধস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৫ আগস্ট ২০১৭

রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা হোটেল ওলিও ইন্টারন্যাশনালের ভেতরে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় চারতলার একাংশ ধসে পড়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেলের ভেতরে গুলি ও বোমা বিস্ফোরণের পরপরই ওই অংশটুকু ধসে পড়ে।

এ সময় আতঙ্কে আশপাশের মানুষজন ছোটাছুটি শুরু করেন। এর পরপরই হোটেলের নিচ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে পাশের স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন বলে পুলিশ জানিয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, হোটেলের চারতলার ৩০১ নম্বর কক্ষে জঙ্গিরা রয়েছেন। তবে তারা সংখ্যায় কত তা জানাতে পারেননি তিনি।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিট, সোয়াট, ফায়ার সার্ভিস, অতিরিক্ত পুলিশ ও র্যা ব সদস্যরা মোতায়েন রয়েছেন।

এরআগে সোমবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই হোটেলটি ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এআর/এসআর/জেআইএম/আইআই

আরও পড়ুন