ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জঙ্গি আস্তানা : রাসেল স্কয়ার থেকে পান্থপথ পর্যন্ত সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৫ আগস্ট ২০১৭

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে হোটেল ওলিও ঘিরে রাখার ঘটনায় রাসেল স্কয়ার থেকে পান্থপথ মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে সড়ক বন্ধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি এখনো ঘিরে রেখেছে।

সকাল ৮টা থেকে সড়কটি বন্ধ করে দেয়ার কোনো যানবাহন বা সাধারণ মানুষ যেতে পারছেন না। সাংবাদিক, স্কয়ার হাসপাতালের রোগী ও স্থায়ী বাসিন্দাদের পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও নামের ওই হোটেলটি ঘিরে রেখেছে পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিমের সদস্যরা।

এআর/আরএস/আইআই

আরও পড়ুন