বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন।
বনানী কবরস্থানে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় অাওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী সকাল ৭টা ৪০মিনিটে বের হয়ে যাওয়ার পর বনানী কবরস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা অাওয়ামী লীগ, তাতী লীগসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কবরস্থানে মানুষের ঢল নামে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এফএইচএস/এআরএস/জেআইএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন মঞ্চের চিন্ময় কৃষ্ণ
- ২ জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত ‘অসাধু চক্রের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- ৩ মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার
- ৪ প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান
- ৫ শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ ঘোষণা, ‘সতর্ক’ থেকেই দায় সারলো পুলিশ