ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় পার্টিসহ ১২ দলের হিসাব প্রত্যাখ্যান ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১১ পিএম, ১৪ আগস্ট ২০১৭

নিয়ম অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল না করায় বিরোধী দল জাতীয় পার্টিসহ ১২টি দলের হিসাব প্রত্যাখান করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোকে আবার নির্বাচন কমিশনে হিসাব দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।

ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম এ চিঠি দেন। সংশ্লিষ্ট দলের মহাসচিব/চেয়ারম্যান/সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সময় বাড়ানোর আবেদন করায় ৫টি দলকে ৩১ আগস্ট পর্যন্ত আয় ব্যয়ের হিসাব জমা দেয়ার সুযোগ দেয়া হয়।

জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ৩৫টি দল অডিট রিপোর্ট জমা দেয়। কিন্তু জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নিয়মমাফিক হিসাব জমা দিতে পারেনি। জাতীয় পার্টির অডিট রিপোর্টে দলের উপযুক্ত পদধারীর স্বাক্ষর আছে কিন্তু সিল নেই।

এ তালিকায় আরও আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমল), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও গণতন্ত্রী পার্টি।

জানা যায়, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অডিট রিপোর্টের কিছু কিছু পাতায় দলের উপযুক্ত পদধারীর সাক্ষর ও সিল নেই। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমল এর উপযুক্ত পদধারীর স্বাক্ষর ও সিল নেই। প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে তবে স্বাক্ষর নেই। বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র নিরীক্ষা কর্তৃপক্ষের সিল আছে কিন্তু স্বাক্ষর নেই। অন্যান্য দলগুলোরও একই অবস্থা। এজন্য আবার তাদের হিসাব জমা দিতে বলা হয়েছে। পুনরায় ৩১ আগস্টের মধ্যে ইসিতে হিসাব জমা দিতে বলা হয়েছে।

বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোটের আবেদনের পর তাদের সময় দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বার্ষিক আয় ব্যয়ের হিসেব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারবে।

এইচএস/ওআর/এমএস

আরও পড়ুন