ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে : সর্বসাধারণের শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

উপমহাদেশের কিংবদন্তী নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।ইন্দিরা রোডের বাসা থেকে মরদেহ বুধবার দুপুর ১টা ২৭ মিনিটে শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষ কৃতি এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। সারিবদ্ধভাবে তারা ফুল ও ভালোবাসায় গভীর শ্রদ্ধা নিবেদন করছেন শিল্পীর মরদেহে। বিকেল ৪টা পর্যন্ত শিল্পীর মরদেহ শহীদ মিনার চত্বরে থাকবে।

এর আগে ফিরোজা বেগমের মরদেহ সকাল ৮টায় অ্যাপোলো হাসপাতালের হিমাগার থেকে আনা হয় তার বাসভবনে। সেখানে তার আত্মীয় স্বজনরা তাকে শেষবারের মত একনজর দেখার জন্যে আসেন। শিল্পীদের মধ্যে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও শিল্পী পাপিয়া সারোয়ার। দুপুর পৌনে ১টার দিকে ইন্দিরা রোডের কালিন্দী থেকে মরদেহ নিয়ে স্বজনরা শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা হয়।

উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে তাহসিন, হামিন ও শাফিন আহমেদসহ বহু ভক্ত, অনুরাগী-গুণগ্রাহী রেখে গেছেন।