ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত হচ্ছে ৫৭ ধারা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৩ আগস্ট ২০১৭

৫৭ ধারার অপরাধকে স্পষ্ট করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারার অপরাধ স্পষ্ট নয়, তাই এই ধারার অপব্যবহার হচ্ছে। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করছি। ৫৭ ধারার অপরাধকে স্পষ্ট করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাজার বিষয়ে অপরাধ অনুযায়ী শাস্তির বিধান করা হবে। আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি হোক তারপর বিষয়টি নিয়ে কথা যেতে পারে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।

এইউএ/আরএস/পিআর

আরও পড়ুন