বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে না : মমতা
বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হবে না বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি ৫৬ বছর আটকে আছে আর সে জন্যই বাংলাদেশ যাচ্ছি। সোমবার কলকাতার টাউন হলে শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৬ জুন ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা বাসের উদ্বোধন হবে। তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি হয়ে যাওয়ার পরেই, ৬ জুন তিনি কলকাতা ফিরে যাবেন ।
এদিকে ভারতের দৈনিক আজকাল পত্রিকা জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি না নিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না।
সুষমা জানান, বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। তিস্তার ব্যাপারে যে-সিদ্ধান্তই হোক, তা হবে রাজ্য সরকারের মতামত নিয়েই।
এসকেডি/পিআর