ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিবাহিনীর উপ-প্রধান ও সেক্টর কমান্ডার একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৫০০ ও ৫০১) ধারায় এ মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সচিক ও যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া মুজিব বাহিনীর অধিনায়ক ইসাহাক ভূইয়া মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ১৫ই সেপ্টেম্বর এর শুনানির আদেশ দেন আদালত।

বাদী ইসাহাক ভূইয়া জানান, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখে তাকে অবমাননা করায় একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। তিনি এ বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন। খন্দকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

প্রসঙ্গত, সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিবাহীনির উপ প্রধান ও সেক্টর কমান্ডার একে খন্দকারের ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বই নিয়ে সারা দেশে তোলপার শুরু হয়েছে। বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে তিনি তাঁর বইটিতে উল্লেখ করেছেন।